নিত্য প্রেমের আনন্দে সত্যের সুন্দর,
বিশ্ব জগত খেলায় কে তুমি নাগর?
আলো আঁধারে গোপন সর্ব শক্তিমান,
জীবে অস্থিত্ব বিরাজ দয়ালু মহান।
ভক্তি সেজদা পুজার শ্রেষ্ট অধিকারী,
মুক্ত স্বাধীন চেতায় ওগো গিরিধারী।
শাস্ত্র বিধানে পাতিয়া পবিত্র আসন,
ডাক দিবস রজণী সেবিতে চরণ।
তুচ্ছ করুণা তোমার অযোগ্য ক্ষমার,
ক্ষুদ্র মানব জীবনে কি আছে আমার?
ভুল ভ্রান্তির মন্ত্রণা বিপথে অস্থীর,
দিতে সঠিক সন্ধান হলে কি হাজির?
স্বল্প পুঁজির চালান দিয়েছো সম্বল,
অন্ধ নয়নে দর্শণ বিশ্বাস অচল।।