দিবস পালিত আজ ভালবাসা নিয়ে,
প্রেমিক প্রেমিকা যত আছে পথ চেয়ে।
স্পর্শ মাখা আবেগের বসতি হৃদয়ে,
কে এলো মনের ঘরে ভালোলাগা হয়ে।
কল্পনার স্বপ্নে রাঙ্গা মানসীর ছবি,
অতৃপ্ত বাসনা বুকে বিশ্বাসের দাবী।
সুখের সন্ধানে খুঁজে জীবনের চাবি,
হৃদয় অঙ্গণে বাঁধে ভাবনায় ডুবি।
ভাঙ্গা গড়া অনুভবে আপন অস্তিত্তে,
হাবুডুবু খায় প্রেমে উজান নদীতে।
হৃদয়ের ব্যকুলতা বাড়ে প্রকাশিতে,
দিনক্ষণ নির্ধারিত কোন অপেক্ষাতে।
জীবনে মরণে গাঁথা বেজে উঠা গান,
চৌদ্দই ফেব্রুয়ারী কি ভালোবাসে প্রাণ!