সময়ের পাতা ওল্টে সকাল পেরিয়ে রাত, ফের নামে রাত
স্মৃতিগুলো ঝরে গেছে- স্মৃতিহীন শূন্য মাথা খাবি খেয়ে ওঠে
অথচ আমারো ছিলো ;রঙিন স্মৃতির পাতা সময়ের খাঁজে
এখন কিছুই নেই - মাথাভর্তি শূন্য এক অশান্ত সাগর
কিছুকাল আরো আমি বেঁচে রবো স্মৃতি শূন্য ভয়ার্ত সময়ে
শূন্যতার বুকে বেঁচে মৃত্যুর উল্লাস পাবো কোনো এক ক্ষনে
জীবনের অর্থগুলো ধুয়েমুছে শেষ কবে - আরো কত আগে
এখন সইছি চুপে অর্থহীন জীবনের অনর্থক গ্লানি
আর কত রাত শেষে মৃত্যুর উল্লাস পাবো, আরো কত রাত?
আরো কত রাত আমি মৃত জীবনের ব্যথা সয়ে সয়ে যাবো?