কার কাছে যাবো আমি চাঁদের আলোর মতো যেখানে সে যায়;
যেখানে আঁধারে হাসে - অপ্রেমিক মৃত মুখ গাঢ় বেদনায়
তার সব মুছে দিয়ে পৃথিবীকে করে তোলে প্রেমের প্রাসাদ;
কার কাছে যাবো আমি - অপ্রেমিক প্রাণে নেবো প্রেমিকার স্বাদ;
সমুদ্র সহস্র বার - ডেকে ডেকে ডুবে যায় :ঘুমের অতলে
তার বুকে সাইরেন বাজায় গভীর সুরে মরণের ফাঁদ;
আমি তো মরণ ফাঁদে পা ফেলে সাগরে ভাসি- নীল কালো জলে
সুরে সুরে ডুবে যাই ; এ প্রেম অপ্রেম হলে, প্রেমের কী স্বাদ!
এ নদী নক্ষত্র তার বুকে চেপে রাখে কাকে আড়ালে আড়ালে?
মেঠোপথে হেঁটে হেঁটে পাই শুধু অন্ধকার দু'হাত বাড়ালে
বুকের অসাড় পথে বয়ে যায় অবিরাম অপ্রেমের নদী
কার সে ছোঁয়ায় পাবো, প্রেমিকার স্বাদ আমি - অপ্রেমিক যদি
আমি অপ্রেমিক যদি!