নিহন্তা সংসার পাতো ঘোলাটে আঁধারে এক বিষাদ সংসার
তবুও পারো নি তুমি হাত দুটো তুলে দিতে আমার দু'হাতে
ছাই রঙা আকাশের মেঘ দেখে দিনরাত হয়ে যায় পার
তবুও নীলচে তারা দেখো নি নিগূঢ় চোখে বিষাদের রাতে
ঝড় আসে উড়ে চুল আনমনা ভাবনায় আপনাতে ডুবে
আমি তো ছিলাম পাশে জানালার আঁধারেরা আমি হয়ে থাকে
আকাশের দিকে যদি দেখতে একটি বার চোখ দিতে পুবে
দেখতে রাতের তারা শ্রবণা নক্ষত্র আজ তোমাকেই ডাকে
তারা আর অন্ধকার বুকে নিয়ে ভেবে দেখো আমি তাতে রবো
তোমার বিষাদ রাতে তোমার সংসারে আমি অংশীদার হবো