আমাদের স্লোগানের চিরচেনা স্বর,
বিপ্লবের বৈপ্লবিক উচ্চারণ,
"মা" "মা" করে বুক ভরে ডাকা সেই অনুষঙ্গ প্রাণের সঙ্গীত;
সেদিন স্বৈরশাসক অস্ত্রের অধীনে তার বন্দী করে রেখে -
বলেছিলো,বলেছিলো- এ সব নিষিদ্ধ
আমরা "মা" বলে বলে ডেকে উঠি
ওরা অস্ত্র বাগিয়ে ধমকায়:
চুপ কর ভীতুবীর
আমাদের উঁচু মাথা নত করে দিতে দিতে পায়ের তলায়;
একেবারে পায়ের তলায়!
কিন্তু তা হয় নি আদৌ
আমাদের ভাত খাওয়া বাঙালিরা ভীতুবীর নয় তিতুমীর
আমাদের রক্তে রক্তে গর্জিত বিপ্লব,
আমাদের বাগ্মী - ধ্বংসী - বৈপ্লবিক চিত্ত;
ঐকতানে গর্জে ওঠে- রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা
দলে দলে রাজপথে নেমেছিলো সেইদিন বাংলার বোমারু;
যেনো ওরা ভয়হীন কোনো তলোয়ার
অধিকার বুঝে নিতে, ছুটে ছুটে চলে যায় মৃত্যুর সঙ্গমে
ওরা, ওরা গুলি খেয়ে রক্ত ঢেলে দিয়ে,
ফিরিয়েছে আমাদের প্রাণের সঙ্গীত,
আমাদের বিপ্লবের সুকঠিন স্বর,
মাথা উঁচু করে, আমাদের "মা" "মা" বলে ডাকবার বৈধতা ।
সকল ভাষা শহীদদের অন্তরের অন্তস্তল থেকে শ্রদ্ধা