অতটা শৈল্পিক চোখ আর কারো নেই
দৃষ্টিতে যার আরক্ত ঠোঁট, সহস্র চুমু
দৃষ্টিতে যার জড়িয়ে ধরার বিদ্যুৎ অনুভূতি
দৃষ্টিতে যার 'সবুজ ঘাসের দেশ'
মৃত তারকার মতো সর্বগ্রাসী টান।
সমস্ত জীবন - নদী ও চাঁদের ছায়াখেলা হয়ে
দৃষ্টিতে যার বিম্বিত হয়
দৃষ্টিতে যার মৃত্যু নিবারক;
ইনহেলার আছে প্রতি পলকে
দৃষ্টিতে যার মহাকর্ষহীন অনন্ত আকাশ;
জীবনের ভার - হৃদয়ের ভার - তুচ্ছ হয়ে যায়;
উল্টো ঘোরা রাত সমুখে এগোয়।
দৃষ্টিতে যার - 'বেঁচে আছি' এই বোধ হয়;
জীবনের স্পর্শ পাই জড়ের শরীরে।