মেঠো পথ ধরে হাঁটা এক যুবকের এলোচুলে
ঘেমো গন্ধে মেশা যেনো নদীদের ঘ্রাণ
থমথমে রাত আঁকা দূরের গাছের সারে - ফুলে
নৃত্যরত জ্যোৎস্নাধারা তাতে আনে প্রাণ
সমুখে সমুদ্র স্রোত, জীবনের বিস্বাদ বিহীন
পথে পথে দেখা দেয় প্রশান্ত অঁচল
জানালায় মৃদু আলো, গৃহস্থের কথা ভাসে ক্ষীণ
তাতে যেনো ভালোবাসা বয়েছে প্রবল
অগোছালো সেলোয়ারে, ছায়াময় বটতলে এসে
কী যেনো লুকিয়ে রাখে চপল কিশোরী
কার সাথে ফোনালাপ; চাপা স্বরে কথা বলে- হেসে
অদ্ভুত মিনতে করে - যদি ডুবে মরি?
আকাশে মেঘেরা আসে, থরে থরে সেজে অনায়াসে
বাতাসে অশ্বত্থ রানী: প্রেমে যেনো মাতে
অন্ধকার ঘন হয়ে - আলো মতো কী যেনো কী আসে
পথে হাঁটে সে যুবক সিগারেট হাতে
ভুলে থাকা কী দারুণ, কংক্রিটের নিদারুণ দুঃখ
বেহিসাবি আশা নিয়ে ঘুমহীন চোখ
প্রত্যাশায় যে জীবন হয়েছিলো প্রাণহীন রুক্ষ
অপ্রাপ্তিতে অর্থহীন জীবনের শোক
এ জীবন রবে কী আরো অনন্ত অনন্ত কাল ধরে?
সে যুবক পথ হাঁটা না থামাক আর
এসব রাতের বুকে - আকাশে মেঘের থরে থরে
একই দৃশ্য ঘটে যাক; শত-শত বার।