যে আকাশ নীল নক্ষত্রে রঙিন তাতে কেউ দেখেছে আমায়?
তারাখসা হলে, জ্বলন্ত আগুন- আমি ভেবে কেউ কী বুকে তে নামায়?
আমি জানি না তো মন পড়ে দেখতে ভিতর।
কোন নদী জ্বলে যায় একাকী নীরব;
কোন পাখি পোড়ে, ডানাহীন ওড়ে -
সুরের বাঁকন কী বুঝাতে চায় ;আর কী কয় নিথর!
অপ্রেমিক চোখ প্রতারিত হয়, কি দেখে কী দেখে!
অপ্রেমিক কবি বিমোহিত হয়, কি বুঝে কী লেখে;
কী জানি আমার কত আনা দাম! একাকিনী চাঁদ নক্ষত্রে মানায়
আমি তো বামন, বিষাদ শ্রাবণ
বামনেরা চায় আর প্রত্যাখ্যান পায়
না পারি ধরতে, না আসে সে নেমে; কেনো তবে ঈশ্বর বামন বানায়!