হঠাৎ পাখির ডাকে অগভীর ঘুম ভেঙে জেগে উঠে খুঁজি-
কোথাকার পাখি এসে বিষাদের সুরে ডাকে জানালার ধারে?
কিসের আকুতি যেনো কান্নায় গলার সুর যায় তার বুজি
সেই পাখি ডেকে যায় ফেলে আসা অতীতের চেনা মুখটারে
জানালায় চোখ রাখি আঁধারের গায়ে দেখি শুধুই আঁধার
তারা খেলে লুকোচুরি আঁধারি গাছের ফাঁকে আবছা আলোয়
গাছেরা কী কথা বলে পাখির সুরের মতো না হলে কে আর
পাখির ডাকের সুরে কান্নায় ফুঁপিয়ে ওঠে অসীত কালোয়?
আবারো সে ডাক শুনি বুকের সোপান কাঁপে মৃদু থরোথরো
আকাশের তারা ডাকে নাকি বাতাসের কান্না এমন শুনায়?
নাকি অসৃষ্ট মানুষ সৃষ্টির নিয়তি দেখে ভয়ে জড়সড়!
নাকি কিছু শূন্যস্থান হাহাকার করে ওঠে চির শূন্যতায়
কেউ তো সেখানে নেই জানালার ওপারের মৃদু অন্ধকারে
নাকি ওই আর্তি খানি আমার হৃদয়ে সৃষ্ট আত্ম হাহাকারে!