এক বিষাদের রাতে, আকাশের দিকে চেয়ে - তুমি আমি মিলে;
পার করে দেবো রাত, তুমি আমি মিলে ওই কালো রঙ্গা নীলে
এত কাছে রবে তুমি, যত কাছে এসে গেলে - সব এক হয়;
যত কাছে এসে গেলে, শব্দ করে কেঁপে ওঠে নিথর হৃদয়
এক বিষাদের রাতে, জোছনায় হেঁটে হেঁটে আমরা দু'জন;
একে অপরের বুকে - কান পেতে শুনে নেবো হিয়ার কূজন
এত কাছে এসে যাবো, যত কাছে এসে গেলে সব থেমে যায়;
যত কাছে এসে গেলে, আমি আর তুমি মিলে একই দেখায়
এক বিষাদের রাতে, তুমি আমি মিলে হবো শিল্পের আকর;
শৈল্পিক আঁচড় মোরা, একে অপরের বুকে আঁকবো আদর
এতো কাছে এসে যাবো, যত কাছে আসে শুধু শৈল্পিক আঁচড়;
যত কাছে এসে গেলে, দু'টো মানুষের প্রাণে বয়ে যায় ঝড়
এক বিষাদের রাতে, তুমি আমি মিলে হবো একই শরীর;
একই ব্যথায় সুখে, একই বিষাদ বুকে প্রণয়ে অধীর
এতো কাছে এসে যাবো, একই হৃদয় নেবে দু'জনের শ্বাস;
একে অপরের চোখে, দেখে যাবো উবে গেছে বিষাদ আকাশ।