রোদ দুপুর
ক্লান্ত মন
উদাস চোখ
ছত্রাকের
জমাট মন
ব্যর্থ শোক
ঘুম ঘুমায়
লাল পাখির
স্তব্ধ মন
কার ছবির
দৃশ্যপট
আঁকবো ক্ষণ?
প্রাণ কাঁপুক
লিখবো তাও
-শান্ত তট,
মাটির পথ
নীরব শান -
চিত্রপট
কার আশায়
কার বা ঘুম
হয় না আর
কার বাঁচায়
জীবন পায়
অন্তঃসার
রাত ডাকুক
যুগকে যুগ
দিন থাকুক
মন খারাপ
তাও আলাপ
রোদ লাগুক
তাও দুপুর
চলছে তার
যেমন মন
বাড়ছে তার
বুক পকেট
গুনছে সন
কার আশায়
রাত্রি হয়
কার আলোয়
ফুলের ঘ্রাণ
কার ব্যথায়
দিন কাটাই
মন হারাই
হৃদয় ম্লান
রাত আসুক
তাও বিভোর
ভীষণ ভয়
রাত নামায়
তার আসায়
এমন হয়
পাখির গান
বন্ধ হয়
স্তব্ধ হয়
দিন দুপুর
রাত আসায়
তার ব্যথায়
বিষাদ মন
বিষাদ সুর
ঘাপটি মার
মন খারাপ
রাত আসায়
ঝিমায় ঘুম
রাত এলেই
ঘুমের ঘোর
যায় পালাই
হঠাৎ ধুম
সাত সকাল
দিন দুপুর
কিম্বা রাত
সবসময়
তার হাতের
আশায় হাত
খুব ভীষণ
বিভোর হয়
তার প্রেমের
আশায় প্রেম
ঘোর লাগায়
সারাক্ষণ
তার মনের
আশায় মন
নীরব রয়
খুব ভীষণ
তার আশায়
তার ছায়ায়
তার কথায়
পাগল প্রাণ
তার ব্যথায়
জর্জরিত
রাত আসায়
রোজ যেমন
তার মনও
খুব খারাপ
তারও ঠিক
মন এমন?
বিষাদ হয়
ব্যথার মন
কোন কারণ
আমার নয়
কার কথার
আশায় তার
ব্যথায় কান
ক্লান্ত হয়?