যদি পারতাম, ফিরিয়ে দিতাম তোমার সকল অতীত,
মনের অজান্তে স্নিগ্ধ ঠোঁটে আসা কথার মাসুল দিতাম,
তোমার হারানো আনন্দ দিতাম তোমার আঁচল ভরে।
তোমার হারানো বৃষ্টির সব ফোঁটা ফিরিয়ে দিতাম,
হারানো কথা, হারানো হৃদস্পন্দন, শীতের সকাল,
ফিরিয়ে দিতাম পাঠশালার হাসিরাঙা সেই দিনগুলো।
সব দিতাম; আমার সব আনন্দ দিয়েও যদি কেনা যেত সব!
তবে আমার সব আনন্দ দিতাম এই হৃদয় কেটে কেটে।
ভবিষ্যতের বদলে অতীত কিনে দিতাম রূপগঞ্জের হাট থেকে।
তারপর কোন এক গ্রাম্য পথ ধরেই আমি চলে যেতাম,
ছবিতে আঁকা পাহাড় আর বনের ওপারে, যেখানে কেও নেই,
মাঝে মাঝে ভাসিয়ে দিতাম নীল ফুল নদীর স্রোতে,
ওই ফুল দেখে কিংবদন্তী হতো আমার প্রেমের উপাখ্যান,
লোকে বলত, "ঐ যে নীল ফুল, যার নীলই বেদনার রং"।
রূপকথার গল্প হতো; সেই গল্প যদি কেও শোনাতো তোমায়,
তবেই যদি বুঝতে তুমি কত ভালবাসি তোমায়, যে হারিয়েছে অজানায়।
ভালবাসি, ভালবাসি, ভালবাসি; ভালবাসি এবং ভালবাসি।