সরণি;
আমার সাথে তুমি কাশবন দেখতে যাবে, রাতের আকাশ-তারা? আমাদের সংসারটা যদি পথের পাঁচালির মতো হয় কেমন হবে বলতো?
এই খেলাঘরে অভাবেরও যে একটা সৌন্দর্য আছে তা কি দেখেছো তুমি? তুমি অপুর মা হতে, আমি হতাম দুর্গার বাবা। সোনাডাঙ্গার মাঠ, ধানক্ষেত ...। আমি আমার দুর্গাকে কিনে দেবো পুঁতির মালা, ও নিয়ে তুমি ভেবনা কিছু। এই সংসার আমার বেদনা যে এতটুকুও বোঝে না যা জমিয়েছি আমার সরণিতে। তোমার যত সাধ ছিল তিলতিল করে বুনে দেবো যতটুকু পারি সাধ্য সীমান্তে। নবাবগঞ্জের হাঁট থেকে তোমার জন্য দুগোছা চুড়ি, রূপোর নূপুর; পরবে তুমি? পাশে বসিয়ে খাওয়াবে আমায়, সেই হাতপাখার অভাবী বাতাসে খুঁজে নেব সুখ। ঘর্মাক্ত কপালে আমার চোখে চাইবে তুমি? আমি ঠিক তোমার গাল ছুঁয়ে দেবো। আমার সব ভালবাসা জমিয়েছি তোমাতে; সরণিতে ... সোনাডাঙ্গার মাঠ, ধানক্ষেত ...।
আমাদের সংসারটা যদি পথের পাঁচালির মতো হয় কেমন হবে বলতো? এই খেলাঘরে অভাবেরও যে একটা সৌন্দর্য আছে তা কি দেখেছো তুমি?
ছোটছোট কষ্টগুলো, ছোটছোট সুখগুলো এক সুতোয় বুনে নেব ভালবাসার সরনিতে। কেমন হবে বলতো?