দেবী;

তুমি কি দেখেছো মৃত্যুর ভিড়? আমিতো দেখেছি। তুমি কি দেখেছো ডানার ঝাঁপটা, দুঃখবিলাস? আমিতো দেখেছি! তুমি কি দেখেছো একা গাংচিল আঁধার সমুদ্র, বিষাক্ত নীল? আমিতো দেখেছি। তুমি কি দেখেছো ফাঁকা স্টেশন, খাঁ খাঁ রোদ, দুঃখ ভেঁপু, একাকীত্বের তপ্ত খরা? তুমি কি  দেখেছো খোলা রাজপথ? বিশালত্বের অহং যেখানে অবহেলায় পড়ে থাকে। তুমি আমার মতো কি দেখেছো কি কেও? যার ভাবনার মাঝে এক সমুদ্র নীল গভীরতা! এক আকাশ যার ভাবনার ভার, তোমার নদীর এপাড়-ওপাড়। আমাকে ঠিকই চিনেছ তো? তোমায় চিনেছি বলেই আমি পেরিয়েছি  মৃত্যুর ভিড় থেকে আঁধার সমুদ্র, বিষাক্ত নীল। আমাকে চিনে নিও, নয়তো ফিরে যেও।

ফিরিয়ে নেবার সঙ্গীর অভাব এ ধরাতে নেই। অভাব আছে কেবল ভালবাসার; যে ভালবাসা ঘুঘুর ডাকের মতো সুন্দর, ঘন বনের মতো অক্রিত্তিম। সাজানো বাগান? সেতো বুদ্ধি খাটিয়ে বানাবে মালি। দেবতারা যে বনই বানায়! ফুলের উৎপত্তি ওখানেই। আমার বনে তোমাকে স্বাগতম। এখানে তুমি হারাবে না পথ। এই বন থেকে বের হবার পথও অধিক সরল! শহরের গাড়ি পেয়ে যাবে তুমি খুব সহজেই। আমি নিজ হাতে তুলে দেবো তোমায় সব বিরল ফুলের বীজ।

সাজানো একটা বাগান বানাতে তোমার যেন কষ্ট না হয়, দেবী।