সচেতন হও ছাত্রসমাজ
জাগাও মনে প্রবল ঢেউ।
নিজের মধ্যে শক্তি সঞ্চয় কর
অত্যাচারী স্বৈরশাসকের বিরুদ্ধে কলম ধর।
সচেষ্ট হও অধিকার আদায়ে
সংগ্রাম করে যাও নির্ভয়ে
আসতেও পারে নানা বাধা
রুখে দিতে হবে এই প্রথা।
ভয় পেয়ো না আর
মনে রাখতে হবে তার।
তুমি উদ্যমী হলে
অস্তিত্ব থাকবে না যার।
বিসর্জন দিতে হবে সর্বশক্তি
প্রতিহত করতে হবে সব অপশক্তি।
সুনিশ্চিত হবে মানবমুক্তি
যদি একত্রিত হয় তারূণ্যশক্তি।
তারুণ্য শক্তিতে বলীয়ান হলে
তবে সমগ্র জাতির মুক্তি মেলে।