বয়ে চলেছে নির্মল হাওয়া
ফুরিয়ে চলেছে সময়।
তোমাদের প্রতি আমার একান্ত অনুনয়
হ'য়ে ওঠো সময়ের প্রতি বিনয়।

অহেতুক কাউরে করিও না আপন
অবহেলায় করো নাকো সময় ক্ষেপন।
সময়কে করে নাও বলীয়ান
হতে হবে যে তোমাকে মহীয়ান।

সময়ের সুব্যবহার করবার ফলে
পরিশ্রম যে, যাই না বিফলে।
সব দুঃখ-কষ্ট যাবে যে ভূলে
সাফল্যেরই ছোঁয়া পেলে।

একদিন ঠিকই বুঝবে সকলে
সময় আর হাতে না পেলে।
তাইতো হে সুবোধ, হে বিবেকবান
হয়ে ওঠো সময়ের প্রতি যত্নবান।