সবুজ পাহাড় আমায় বারবার ডাকে
দূরের ওই নীল আকাশ থমকে থাকে।
এক গুচ্ছ মেঘ নিয়ে আমার অপেক্ষায়
সবুজ পাহাড়েই শান্তি খুঁজে পাই।

গাছপালায় আচ্ছাদিত বনভূমি
প্রকৃতির অপরুপ এক লীলাভূমি।
সবুজ সমারোহে পরিপূর্ণ এই ভূমি
স্রষ্ঠার কাছে পাওয়া আমারই জন্মভূমি।

সবুজ পাহাড়ের ঐ মখমলে হাসি
আমি নিতান্তই ভালোবাসি।
তাইতো সুহৃদ মন যেতে চাই
সবুজে ঘেরা পাহাড়ি সীমানায় ।