রুক্ষ শুষ্ক প্রকৃতি,গাছের ঝরা জীর্ণ পাতা
জানান দিচ্ছে রিক্তময় শীতের প্রখরতা।
শীতের দিনে সবাই খোঁজে একটুখানি উষ্ণতা
আমার চোখে পড়ে ঐ শীতার্তদের রুক্ষতা।
প্রচন্ড শীতে বাড়তেছে ঠান্ডার তীব্রতা
কষ্ট থেকে কষ্টতর হচ্ছে শীতার্তদের দুঃখটা।
শীতার্তদের একটুখানি চাওয়া,
হাড়-কাঁপানো শীতে শুধুমাত্র উষ্ণতা পাওয়া।
চারিদিকে ছড়িয়ে পড়ুক সেই উষ্ণতা
বিলীন হয়ে যাক সব নির্জীবতা।
মানবতায় রুখতে পারবে, শীতার্তদের রিক্ততা
জ্বেলে দিতে পারে মানবতার আলো।
মানবপ্রেমীরাই রাখতে পারে
ঐ শীতার্তদের ভালো।
আমরাই ফোঁটাতে পারি মানবতার হাসি
আসুন সকলে মিলে শীতার্তদের ভালোবাসি।