অনুভূতিরা হয় না বিলীন
স্মৃতিগুলো হয় যে মলিন।
আবেগগুলো উজ্জীবিত হলে
স্মৃতি'র পাতা টনক নাড়ে।

সেই দিনগুলির শত কথা
বলতে গেলে লাগে যত ব্যাথা।
কহিতে পারি না ভাই
তাইতো এড়িয়ে যেতে চাই।

সময়কে করেছি ক্ষেপন
ভূলগুলো বুঝিতেছি এখন।
নিয়েছি যে জীবনের পণ
নির্জীবতাকে করেছি আপন।

মায়ার মোহ্তে নাকি সবাই আটকে যাই
তবে আমি নির্জীবতায় শান্তি খুঁজে পাই।