অতীতময় স্মৃতির শত কথা
আমায় দিয়েছে যত ব্যাথা,
এখনো চিন্তা করি বসে একা
ভবঘুরে হয়ে কাটানো দিনগুলো
মিশে হয়েছে আমার স্মৃতির পাতা।
আমি নই কবিগুরু,নই সাহিত্যিক
তুলে ধরলাম আমার সামান্য কিছু গীত।
এই আমার ক্ষুদ্র প্রয়াস
একাকীত্বে আনে সব আয়াস।
তাই ভুলিতে চাহি না এই রীত
বানাতে চাই হাজারো শব্দযুগলের গীত।
লেখনীতে ব্যক্ত হোক মনের সব রিক্ততা
দূরীভূত হোক আমারই একাকীত্বতা।