ফিলিস্তিনের জন্য কবিতা

একটা কবিতা হবে ফিলিস্তিনের জন্য?!
একটা কবিতা হবে!
কবিতার হেঁসেলে গিয়ে হাঁক পাড়তেই
পাঁচকেরা সব আমার প্রতি
বড় বড় চোখে তাকিয়ে রইলো।
চুল্লির আগুনে হঠাৎ বিস্ফারণ ঘটলো।
অতঃপর আমি কবিতার পোড়া হেঁসেল থেকে বেরিয়ে এলাম।
আমার গা থেকে তখন কাবাবের গন্ধ বেরুচ্ছিলো।

তারপর ভাবলাম, একটা কবিতা লিখি ফিলিস্তিনের জন্য।
কিন্তু কালো কালিতে কি থাকে লাল রক্তের ঘ্রাণ!?

আমরা বরং প্রেমের কবিতাই আঁকতে থাকি শয়নেস্বপনে।
প্রিয়তমার খামচির উষ্ণ আচড়ে আমাদের অলস চোখ মুদে আসুক।

ওদিকে,
তারুণ্যের ক্রোধের জাহান্নাম ক্রমেই ফুঁসে উঠছে।
ফুঁসে উঠছে গোটা ফিলিস্তিন  
আল-আকসার অবরুদ্ধ প্রাঙ্গণে
এবার আছড়ে পড়বে লাল সাগরের ঢেউ!
সালমান সা'দ