আমি শুধু তুমিই হবো!
সালমান সাদ
তুমি নাকি শীত সকালের মিষ্টি ও রোদ ভালোবাসো?
আমি তোমার সূর্য হবো
রৌদ্র হবো
আলো ছায়ার শীতল পরশ তোমার চুলে বুলিয়ে নেবো।
তুমি নাকি রোজদুপুরে বারান্দাতে বসে থাকো
সবুজ দেখো?
আমি তোমার শখের টবে চারা হবো
লকলকিয়ে উঠবো বেড়ে সজীব হবো প্রত্যহ রোজ তোমার কোমল ফরসা হাতের ছোঁয়া নেবো।
তুমি নাকি বিকেলবেলার ম্লান আকাশে তোমার সকল দুঃখ বলো?
আমি তোমার চোখের ওপর বিশাল একটা আকাশ হবো!
মেঘ হবো বরষা হবো ঝর ঝরিয়ে ঝরে পড়ে তোমার চোখের অশ্রু ধোবো!
তুমি নাকি ভালোবাসো হিমের রাতে ফিনিকফোটা চাঁদনী আলো?
আমি তোমার চন্দ্র হবো
জোসনা হবো
মনের বাগান আলোয় আলোয় ভরিয়ে দেবো।
০১৮১৪৭৯০৭৫২