তারে না পাই, প্রাণ উঠি ধুঁকিয়া,
বিহনে তাহার দিন যায় শুকিয়া।
মায়ার এ জগৎ রহিলো ভরি,
মন যে কাঁদে একলা রহি।