৫.
চন্দ্রিমাকে হারানোর সন্ধ্যায় আকাশের সমস্ত নক্ষত্রেরা জ্বলে ওঠার বদলে কেঁদেছিল খুব!  সেই সন্ধ্যায়, সেই ঝুম বৃষ্টির বিচ্ছেদে আচ্ছাদিত সন্ধ্যায়– আমার পরনে ছিল সেই নীল গেঞ্জিটা! হৃদয়ের রক্তক্ষরণে নাকি বেদনার নীল হয়ে যায় রক্তিম? অথচ আমি কেন রুপোলি বৃষ্টির ছোঁয়া পেয়েও রাঙাতে পারি নি হৃদয়টাকে? আমি তো তোমার মত চাইলেই ভালোবাসতে পারি না যাকে তাকে। সত্যি বলতে, এখন এই মুহূর্ত পর্যন্ত আমি ভুলতে পারি নি চন্দ্রিমাকে, ভুলতে পারি নি অতি ব্যক্তিগত নদীটাকে, আমি সত্যিই আজও ভুলতে পারি নি তোমাকে! আমি ভুলতে পারি নি সেই ভয়ানক বিষধর স্মৃতিটাকে!

ভলোবাসায় ভরপুর একটা বৃষ্টিভেজা দুপুর আমিও তো চেয়েছিলাম তোমার পদতলে মাথা পেতে। তুমি সেদিনের সেই দৃশ্যে শুধু দেখেছিলে একটা আত্মমর্যাদাহীন ব্যক্তির নতশির! তুমি সেই নতশিরের তলে খুঁজে দেখো নি কোনো চিরবঞ্চিত প্রেমিকের কান্নার আগুনে দগ্ধ রক্তিম মুখচ্ছবি! আমি তোমার জন্য বিসর্জন দিতে প্রস্তুত ছিলাম আমার অতিপ্রিয় জীবনটাকে পর্যন্ত! তুমি হয়ত আজ জানো, ভালোবাসার জন্য আমি বিসর্জন দিতে পারি সবই!