তুমি কবে এসেছিলে, বিক্ষুব্ধ বাতাসের ভিতর
ফের মিলিয়ে গেলে কী এক ভুলভাল অভিমানে!
তবু স্মৃতিতে কাঁপছো তুমি অবিরাম থরথর
পিঞ্জরবন্দি পাখির মত হৃদয়-ভাঙার গানে।

আজ নিঃসঙ্গ আঁধারে নেশার মত জড়িয়ে গেছি
ফেরার সব দুয়ারে ঝুলছে অহমের শক্ত তালা–
আঘাতে আঘাতে সেই কবেই তো আমি ঝরে গেছি
স্বেচ্ছায় হাতে তুলে নিয়েছি ভরা বিষের পেয়ালা!

তবু মৃত প্রাণের আঁধারে তুমি জ্বলো আলো হয়ে–
বলো, কে কাকে ভলোবেসেছে এতটা বেদনা সয়ে?

২৭/০২/২০২৩