ক্রমাগত প্রলোভনের জালে আটকা পড়ে
তোমরা ভুলে গেছ জোনাকির রিমঝিম
আলোয় প্রস্ফুটিত রাত্রিগুলির গল্প!
আমাদের যৌথ চুম্বনের দাগ
তবুও তোমাদের ঠোঁটে ফোটায়
নির্ভেজাল ভালোবাসার রক্তিম গোলাপ।

আমাদের রক্তে কোনো দূষণ নেই
আমাদের দীর্ঘশ্বাসের স্রোতে ভেসে যায়
তোমাদের সব ক্ষত আর বেদনার দাগ!
তবুও নগরজুড়ে অপবাদ চলে
আমরাই নাকি আফ্রোদিতিকে
ন্যাংটা করে রাস্তায় নামাই!

তা হোক, অপমান আর অপবাদের
জঞ্জাল জমতে জমতে একটা পাহাড় হয়ে যাক!
তবুও আমরা স্লোগানে স্লোগানে
প্রকম্পিত করব রাজপথ, পাতার পিছনে
ঘাপটি মেরে বসে থাকা প্রজাপতির
হৃৎপিণ্ডে আঘাত করব, ডানায় এঁকে দিব রক্তমাখা মানচিত্র!

তবুও আমরা চাইব, তোমরা ভালো থাকো—
আমাদের গত অনাগত
সমস্ত প্রেমিকারা ভালো থাকুক।
___________