ক্ষণকালের এই জীবনে
কত আনন্দ, কত বেদনা;
কখনো বাঁধভাঙা উল্লাস
কখনো বা বুকফাটা কান্না!
এত কিছুর মাঝেও যেন
থেমে না যায় প্রেম-সাধনা ।
ভালোবাসাই এ জগতের
সব সুখ-দুঃখের মুকুল;
কখনো যদি হারিয়ে যায়
তুমি হয়ে যাবে বাসি ফুল !
( ছন্দ : অক্ষরবৃত্ত; প্রতি পঙ্ক্তিতে ১০ মাত্রার পর্ব )