কচি কলাপাতার মতন একটু সবুজ আলো
তার উষ্ণ ঠোঁটে
যেদিন প্রথম চুমু খেলো
আমার চোখের কোণে
জমাট বেঁধে থাকা শিশিরে—
তারপর থেকে আমার দুঃখেরা হাসতে শিখেছে;
আমি ভুলে গেলাম—
আমার ভালোবাসার গোলাপগুলো
কোন এক নিভৃত সন্ধ্যায় নীরবেই ঝরে গিয়েছিলো ......
ভালোবাসার কুসুমবাগে আজ অনেক ফুল ফুটেছে—
মধুপিয়াসী ভ্রমর
রাঙ্গা ঠোঁটে
এঁকে যায় সোনালি দিনের স্বপ্ন;
হিম হাওয়ার শীতল স্পর্শে
পাপড়িগুলি কেঁপে উঠে
ক্ষণিক সময় পর পর ।
হয়তো এই সবুজ আলো একদিন নিবে যাবে,
সন্ধ্যার ধূসর অন্ধকারে
ঝরে যাবে সব ফুল!
সেই দুঃসময়ে দুঃখগুলো কি আবার
সিক্ত হবে চোখের শিশিরে ?