(উৎসর্গ : কবি সুবীর কাস্মীর পেরেরা)
পদার্থবিদ্যার সব গাণিতিক সূত্র
আমার মস্তক হতে
বৈশাখী ঝড়ের ধুলোর মত
উড়ে গেছে মহাশূন্যে;
গর্দভের মত বসে আছি ক্লাস্রুমের শেষ বেঞ্চে -
আর ঝাঁঝালো মেধার প্রয়োগ দেখিয়ে
সহপাঠিরা সব কষে চলেছে
একের পর এক জটিল অঙ্ক ।
চোখ দু'টি পাকা মরিচের মত লাল করে
মাষ্টার মশাই চেয়ে আছে
আমার বিষণ্ণ মুখপানে -
ঠিক তখনই জানলার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখি,
মাঠের সবুজ ঘাসে লুকোচুরি খেলায় মেতে উঠেছে
একঝাঁক শুভ্র প্রজাপতি ।