গর্ভধারিণী মায়ের চেয়েও
প্রিয় হে আমার স্বদেশভূমি,
মানুষে মানুষে এ নোংরা খেলা
আর কত মোরে দেখাবে তুমি !
তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধা
প্রাণ দিয়েছে যে দেশের তরে,
কেন আজো সেই দেশের মাটিতে
অসহায়দের রক্ত ঝরে ?
যে দেশের সম্মান রক্ষায়
সতীত্ব দিল দু'লাখ নারী,
কেন সে দেশেতে আজও নিভৃতে
ভূমিতে লুটায় নারীর শাড়ি ?
ছড়িয়ে পড়ুক সত্যের আলো
মুছে গিয়ে সব হিংসা-দ্বেষ -
সেই আশাতেই বসে আছি আমি,
হে আমার প্রিয় বাংলাদেশ ।
ছন্দ : মাত্রাবৃত্ত; পূর্ণ পর্ব ছয় মাত্রা, অপূর্ণ পর্ব পাঁচ মাত্রা ।