জীবনের সব রং মুছে
যেদিন বাসা বাঁধল বেদনা,
সেদিন হতেই শুরু হল
বিরামহীন কাব্য-সাধনা;
তাই আজ বিধাতার কাছে
করি শুধু একটি প্রার্থনা_
বেদনাকে তুমি করে দাও
মোর জীবনের চিরসাথি,
যেন বেদনার নোনাজলে
আমি ডুবে থাকি দিবারাতি ।
(ছন্দ : অক্ষরবৃত্ত; প্রতি পংক্তিতে দশমাত্রার এক পর্ব ।)