নীলিমা, নয় মাস পরে আজ আবার
তোমার কথা মনে পড়তেই
আমার আঁখিকোনে বাসা বাঁধল
একনদী নোনা জল,
আর হৃদয়ের গহীনে ক্রমাগত
দংশন করে চলেছে
একটি বিষাক্ত সাপ-
যার বিষে আমি মুমূর্ষু হয়ে পড়েছি!
সব অভিমান ভুলে ফিরে আস নীলিমা,
কোমল হাতে মুছে দিয়ে যাও
এই নোনাজল-
তাহলেই আমার সব বিষাদ বাষ্প হয়ে উড়ে যাবে; দেখবে-
পুস্পের মত মধুর হাসি হেসে
আমি শুয়ে আছি তোমার বুকে।