জনরোষের কম্পনে দুদোল্যমান তোমার গদি
আজই রাজপথে শত শত লাশের মিছিল বের হয় যদি—
যদি তোমার সকল নির্যাতন নিপীড়নের ভুক্তভোগী
হাতের মুঠোয় হাত রেখে বলে—
'আমরা আর চাই না গুম–খুন "
সহস্র কণ্ঠ মিলিত হয়ে যদি গায় মুক্তির গান
যদি রাষ্ট্রীয় থাবায় ছিঁড়ে যায়
মুক্তিকামী তরুণের শার্টের বোতাম!
তুমি পারবে না তোমার পতন ঠেকাতে!
আমরা লাশের মিছিলের সর্বশেষ সারি থেকে বলছি—
তোমরা বুলেটে বুলেটে পারবে শুধু রক্ত ঝরাতে
পারবে না আমাদের হৃদয়ের দাবিকে দমাতে
আঘাতে আঘাতে আমাদের শরীর আজ ইস্পাত-কঠিন
শুনে রাখো, আর পারবে না আমাদের থামাতে!
আমার চোখে কিংবা মনে আর কোনো দ্বিধা নেই
অমবস্যার ঘোরতর অন্ধকারে
আমি দেখে ফেলেছি তোমার মুখ!
আমি আজকে গণিত প্র্যাকটিস করার বদলে
বসেছি রক্তের হিসাব মেলাতে—
বহু প্রাণের বিয়োগে
ভয়াবহতম যন্ত্রনার ষোড়শী হে স্বদেশ
বহু বহু রক্তজমাট বেদনার বিনিময়ে
আমরা কি পাব লাল সূর্য -খচিত একটা নীল পতাকা?