কপালে উদ্বিগ্নতার ভাঁজ ফেলে
রকিং চেয়ারে দুলছে উদারপন্থি অধ্যাপক;
উপবাসী কাকের মত ঊর্ধপানে চেয়ে আছে
লম্বা দাঁড়িওয়ালা ধর্মব্যাবসায়ী;
রক্ত আর ঘাম নিয়ে উদ্দাম লাম্পট্য শেষে
মহাভয়ে কেঁপে উঠে পুঁজিপতি অসুর—
লেনিন আসছে !

বিপ্লবের লাল নিশান উড়িয়ে
লেনিন আসছে—
চূর্ণ হয়ে গেছে সব ভয়ের পাথর ।
শোষণের নীল কারাগার ভেঙে
লেনিন আসছে—
দুইচোখে বঞ্চনার তীব্র প্রতিশোধ ।
ন্যায্যতার কঠোর চাবুক হাতে
লেনিন আসছে—
দাউ দাউ আগুন জ্বলছে রক্তে ।
বৈষম্যের সব কালো ছাই পুঁতে ফেলে
লেনিন আসছে—
কণ্ঠে বিজয়ের উল্লাস ।