চৌরাস্তার উঁচু দালানটা যত উপরে উঠছে
আমার পেটের ক্ষুধা দিনকে দিন তত বাড়ছে
তাই বলছি ঝুলে পড়ো অন্য কারো জীবনে—
খালি পেটে প্রেম-ট্রেম এসব হজম হয় না !
দুঃখের সঙ্গে গোপনে সঙ্গমরত অবস্থায়
একদিন কে জানি ঠোঁটে সিগারেট তুলে দিয়েছিল
তারপর থেকে সঙ্গমের ইচ্ছে জাগলে
আমি বসে বসে সিগারেট টানি ।
আজকাল তাও হয় না
পকেটের তলানিতে খুচরো দু’টি পয়সা কুড়িয়ে পেলে
তৃতীয়টির জন্য অন্যের কাছে হাত পাতা
আমার মধ্যবিত্ত মগজে এসব সয় না !
তাই বলছি মিছামিছি কাছাকাছি ডেকো না
কাছাকাছি এসো না
পেটে মারাত্মক ক্ষুধা, দাঁতে প্রখর ধার
একটা তীব্র মরণ-কামড়ের জন্য প্রস্তুত হচ্ছি...
নইলে সিনেম্যাটিক স্টাইলে
অ্যানাকোন্ডার মত এক ছোবলে
এই স্বার্থপর শহরটাকে গিলে খাব !
তাই বলছি, বার বার বলছি
যত তাড়াতাড়ি পারো ঝুলে পড়ো অন্য কারো জীবনে—
অভাবের দিনে চুম্বনে মধু-বর্ষণ হয় না !