সকালটা তোমার ঠোঁটে
ফুল হয়ে ফুটুক–
না-বলা কথাগুলি সব
কবিতা হয়ে উঠুক!
দুপুরটা তোমার ভেজা চুলে
রোদ হয়ে মুছে দিক জলের ঘ্রাণ–.
ভীষণ উত্তাপে গলিয়ে দিক
যত শীতল জমাট অভিমান!
বিকেলটা তোমার শাড়ির ভাঁজে
মায়ার মতন জড়িয়ে যাক–
আঁধার ঘনিয়ে এলে
শরীরজুড়ে ঘুরে বেড়াক!
রাত্রিটা কেবল আমার নিজের থাকুক–
আঁধারের মুখোমুখি বসে থাকি আমি
আর আমার জীবনব্যাপী বয়ে চলা অসুখ!