কেন যে আমি জন্মেছি, কেন আছি বেঁচে?
যা রেখেছি বুকে বেঁধে, তার সবি গেছে!
নিঃশ্বাসের আবরণে যা কিছু বিশ্বাস
তার সবি আজ হয়ে গেছে দীর্ঘশ্বাস!

আমার ভালোবাসার যতসব চিহ্ন—.
রাখতে পারি নি ধরে, বাকী যত ভিন্ন
পথের বন্ধু স্বজন উড়ছে ঘুরছে
কেউবা প্রতিহিংসার আগুনে পুড়ছে!

আমি আজও পাই নাই পূর্ণ স্বাধীনতা
আজও আমি পারছি না বলতে সে কথা—
যা বলার জন্য আমি আজও আছি বেঁচে
যা পাবার কথা ছিল তার সবি গেছে!