মৃত্যু আমায় কানে কানে বলেছে
মৃত্যু আমায় গানে গানে বলেছে
তোমাকে পাবার আগেই সে আমাকে নিয়ে যাবে!
ভয় পেও না, আমার জন্য তোমাকে ছাড়তে হবে না বাড়ি
আমার জন্য তোমাকে পরতে হবে না সাদা শাড়ি
শুধু তোমার চোখের ঘোলাটে জলে
ভাসবে আমার কাফনে মোড়া লাশ!
কিছুদিন পার হয়ে গেলে
আমার কবরের পাশ দিয়ে হেঁটে যাবার মুহূর্তে
তোমার দিকে তাকিয়ে থাকবে কিছু ঘাস!
তোমাকে পাব না জেনেও ভালোবেসেছি
জানি না, এতে কী দোষ?
শুধু আফসোস–
তোমাকে বলতে পারি নি কখনো
'ভালোবাসি'
অথচ মনে মনে চেয়েছি কত শত বার–
সাদামাটা হলেও হোক না একটা সংসার!
আজ তোমার বদলে আমার পাশে শুয়ে আছে মৃত্যু–
সম্ভবত, মৃত্যুর সাথেই হবে আমার প্রথম সঙ্গম
মৃত্যুর সাথেই হবে আমার শেষ আলিঙ্গন!