বোন তুই আকাশে চলে যা
ঈশ্বর তোকে পাখির মত পালক দেয় নি
শেকলবাঁধা দুটি ডানা দিয়েছে
তবু আমি জানি তুই উড়তে পারবি
বোন তুই আকাশে উড়ে যা
বোন তুই মেঘের পালকে ঢেকে রাখ
জলাতঙ্কগ্রস্ত সংসারের কুকুরীয় আঁচড়
বিষাক্ত সাপের ফোঁস ফোঁস করে বসিয়ে দেয়া ছোবল
আর যত সব গুচ্ছ গুচ্ছ তুচ্ছ শারীরিক যখম
বোন তুই মেঘের পালকে ঢেকে রাখ !

এই বিকারগ্রস্ত সমাজের মোটা মোটা মাথাগুলা
দালালের হাতের মুঠোয় পিষে যাওয়া সভ্যতা
ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের শাসনে নতজানু এই নগর
বখাটে বিষাক্ত জ্যোৎস্নার উৎপাতে বিষিয়ে ওঠা গ্রাম
ওরা কেউ-ই বোঝা টানবে না
আমি বুঝে গেছি
ওরা কেউ-ই আর তোকে চায় না
এমনকি, মাস শেষে ঘামে ছুপছুপ
আমার টিউশনের অল্পকটা টাকাও
অচিরেই তোকে ভীষণ হিংসে করা শুরু করে দিবে
বোন তুই আকাশে চলে যা !

মেয়েবেলায় যে মা তোকে জানলার ফাঁক দিয়ে
তর্জনী তুলে চাঁদমামাকে দেখাত
মামাবাড়ির গল্প শুনিয়ে ঘুম পাড়াত
সে মা মায়ের তর্জনীতে আজ হুঙ্কার বাজে
তাই বলছি, বোন তুই আকাশে চলে যা
চাঁদের আড়ালে অনন্ত অন্ধকারে
গড়ে তোল্‌ তোর নিজস্ব স্বাধীন বসতভিটা
কথা দিচ্ছি
আমি তোর অক্ষম 'ভাইয়া' সেখানে বেড়াতে আসব !

১০/১০/২০১৭