মাতৃগর্ভের মতো অন্ধকার, একাকীত্ব!
মেঘনার ওপারে জংধরা আলোর শেকল!
আর এপারে আমার ব্যর্থ অক্ষরমালা!
বিড়াল নই বলে আজও আমি প্রেমহীন?
মানুষ বলেই এত ক্লান্তিকর বেঁচে থাকা?
দুঃখের রঙ কী? আমার জানা নেই।
শুধু দেখি, ঝাপসা হয়ে আসছে চারপাশ!
পাতালে আমার স্বপ্ন জ্বলে, আকাশে ওড়ে স্মৃতির ফানুশ
শুধু মাটিতে দাঁড়িয়ে চিৎকার করি, আমাকে গ্রহণ করো, আশ্রয় দাও
আমি মানুষ, মানুষ, মানুষ!