কবিকে ভালোবাসতে অনেক শরম লাগে
কবিকে বেদনা দিতে হয়তো খুব আরাম লাগে
কবিকে প্রত্যাখ্যান করতে প্রত্যেকেরই দ্বিধা নেই
কবির কাব্যে নারীর সঙ্গে ফুলের উপমা সেই!
কিন্তু কবিকে বিয়ে করতে কপালে চিন্তার ভাঁজ!
কবির জন্য বউ সাজতে লাগে খুব খুব লাজ!
কবিকে বিষাক্ত শূলে চড়িয়ে করো ব্যথিত নীল
কবির বাসররাত নিয়ে 'কবিতা' লাগে অশ্লীল!
কবিদের কি রক্ত-মাংসের শরীর থাকতে নেই?
কবিরা কি প্রেমরস আজন্ম ঢালবে পাতাতেই?
ফুলের সঙ্গে মিলিত হবার সুখ কবির জন্য
চাঁদের পাহাড় জয় করার মতো; কবিরা বন্য!
পকেট ফাঁকা এবং পরিপাটি নই আমি প্রিয়া—
তুমি প্রিয়তম নারী, তাই নারীদিবসে করছি বিয়া!
সোনার গয়না দিতে পারিনি বলে দুঃখ পেও না
কিছু ফুলের গয়না আর সাথে একটা আয়না
কিনতে যাব বাজারে, শুধু তুমিই হৃদমাঝারে!
আজ ইচ্ছে না করলে ডাক দিও আসছে আষাঢ়ে
বৃষ্টিভেজা ফুল দিব, প্রেম দিব চাও যতবার!
অতীতের সব দ্বার রুদ্ধ, তুমি শুধুই আমার!