একটা অমীমাংসিত প্রেম আমাকে খুব একা করে দিল;
আমাকে বিলুপ্ত করে দিল
অনন্ত রহস্যময় অন্ধকারের অতলে;
আজ আর আমি কোথাও নেই–
মেঘাচ্ছন্ন বিক্ষুব্ধ আকাশের তলে আমি নেই
কিংবা হিমার্ত হৃদয়ে উত্তরের জানলাতে রোদ পোহাতে;
বৃক্ষের ছায়ায়, কৈশোরকালীন কবিতার খাতায়
বিষাদগ্রস্ত শেষ বিকেলের প্রজাপতির পাখায়
জলের তরঙ্গে টলমলরত
ছোট পুকুরটার ধারে, কিংবা
সুনিবিড় আকাঙ্ক্ষা নিয়ে জ্যোৎস্নারাতের কোলে
উড়ন্ত জোনাকিদের স্পন্দনে– কোথাও আমি নেই।
আজ আর আমি নেই কোনো বন্ধনে কিংবা
নিঃসঙ্গতার যাতনায় ঢুকরে ওঠা ক্রন্দনে;
স্লোগানে স্লোগানে বিষ্ফোরিত প্রতিবাদী মিছিলে
বিক্ষোভ সমাবেশে, ঘুম ঘুম লাল চোখে
সাহিত্য আড্ডা কিংবা পাঠচক্রে
এমনকি, ফেসবুকে স্ক্রলিংরত কোনো গ্রুপ ফোটোতে!
সত্যি বলতে আজ আর আমি নেই কারো সাথে;
একটা অমীমাংসিত ভালোবাসা কিংবা বিচ্ছেদ–
আমাকে খুব একা করে দিল, বিলুপ্ত করে দিল…
আজ আর আমি কোথাও নেই–
সত্যিই কি আমি ছিলাম
কোনদিনও–কোথাও–কারো সাথে?