সংসার মানে অপারগতার ঠাই নাই
সমস্যা বহুল জীবনের সমাধান চাই,
সংসার মানে আদৌ কিছু নাই
বিরহী আত্মার শান্তি খুঁজে বেড়ায়।
দায়িত্ব, কর্তব্যের পাহাড়
যা কোনভাবে শেষ হবার নয়,
সংসার মানে সমাজসেবা
নিজের আত্মগ্লানি ঢেকা রাখা।
সংসার মানে সব মুখ বুজে সহ্য করা
সংসার মানে হাজারো গড়মিল,
সংসার মানে জীবনে জিততে না পারা
সংসার মানে চাওয়া পাওয়ার কবর দেওয়া।
সংসার মানে শুধুই ত্যাগ স্বীকার
সংসার মানে অন্যদের মুখ ভার,
সংসার মানে দুটি মনের অমিল
সংসার মানে উদাসী রাত দিন।
সংসার মানে যন্ত্রণার গোডাউন
সংসার মানে অশ্রুভরা ক্লান্ত দু’নয়ন,
যে জীবনে আছে শুধু ক্লান্তি, অবসাদ
আর না পাওয়া।
কখনো মেলেনা আত্মার মুক্তি
বিরহী শ্রাবণে একাকার রাত দিন,
সংসার সাগরে তরঙ্গের খেলা
আশা তার একমাত্র ভেলা।