স্বপ্ন ভাঙ্গা মানুষ গুলো
হয়ে যায় পলিমাটির মত,
যতখুশি তার থেকে ভালবাসা কেড়ে নেওয়া যায়।
তাকে ভৎসনা করা শোভা পায়,
ওকে বোকা বানান সহজ হয়
কারণ ও বিমর্ষ থাকে নিশি দিন।
ও বুঝে উঠতে পারার আগেই স্বার্থপররা হয়ে যায় উধাও
ও বাংলার মাটিতে বসে আছড়ে মরে
ও মাটির বুকে ঠাই খোঁজে।
পাখিদের কিচির মিচিরের অর্থ খোঁজে
ও তখন এটাও বুঝতে পারে যে
মায়ের বকুনির কি মানে!
কৃষকের ঠিক দুপুরে দরদর করে
ঝরে যাওয়া ঘামের মূল্য দিতে শিখেছে ‘ও’,
ও ফাগুন হাওয়া নিয়ে গল্প লিখতে শিখেছে আজ।
ও ভালো ব্যবহারের প্রতিদান দিতে হয়েছে আজ মরিয়া
ও যা কিছু হারিয়েছে তার জন্য আজ নিজেকে দায়ি করে
কারণ ও আজও হিসেব মিলাতে পারিনি কি ছিল মিথ্যে গল্পের মানে।