সৎ মানুষ বড় দায়িত্ব সহজে
কাঁধে তুলে নেয়,
বুঝমান কঠিন বাস্তবতাকেও
সহজ করে নেই
কোন চাপ নেয়না তারা সহজে।
অন্যের কাঁধে ভর করে
চলাই ওদের উদ্দেশ্য,
শেষ মেষ ফিরে আসে
বিপদ থেকে রেহায় পেতে
সৎ বন্ধুর কাছে।
প্রাণপাত করে সৎ মানুষ
বন্ধুর দুঃসময় কাটাতে,
সমাধান পেয়ে বুঝমান
আস্তে করে কেটে পড়ে
সময়ের অভাবে সৎবন্ধুকে ভুলে যায়।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে
যা কিছু অভিজ্ঞতা কারোর হয়
অন্তিম মুহূর্ত এলেও সে কথা ভুলবারও নয়,
গল্পের ছলে বলতে গেলেও সে কথা
অশ্রু চোখে চক চক করে।
প্রকাশকালঃ
১৪.১১.২০২০