কথাতে কত যাদু ছিল
মিষ্টি ছিল সুর,
হঠাৎ ভাঙ্গলে নিরবতা
স্বর্শহলো বেদনা বিধুর।

যেদিন বুঝবে নিজেকে
বুকের বামপাশে জেগে উঠব আমি,
দু’চোখ থেকে বেয়ে পড়বে
একপশলা বৃষ্টি।

সাধনায় ছিলে তুমি
তুমি ছিলে আমার সবটুকু
হৃদয় থেকে ছুড়ে ফেললে
এক মুহূর্তের মধ্যে।

প্রকৃতি কেঁদেছিল সেদিন
বৃষ্টি ছিল ভেতরে ও বাইরে,
উষ্ণ হাওয়ায় শান্ত হলো পৃথিবী
দুমড়ে মুচড়ে গেলাম ভেতরে বাইরে।

কালো ধোয়ার ন্যায় দীর্ঘশ্বাস
ঠিকানা বলে দিল আমায়,
সমস্ত পৃথিবী অক্ষত ছিল সেদিন
শুধু তুমি ছিলেনা আমার।

প্রকাশকাল:
০৫.১১.২০২০