একই নামের মানুষটি আমি
একই আকাশ তলে বাস,
পড়ে রয়েছি কর্তব্য পালনে
হৃদয় উদাস।
চেষ্টার ত্রুটি নেই অন্যকে ভালো রাখার
নিজের বলতে কিছু নেই,
ঢাকনা খুলে দেখিনি কেউ
হৃদপিন্ডের আর্তনাদ।
সযতনে ঢেলে দিয়েছি হৃদয়
পঁচনের গন্ধ যেন কেও না পায়,
দিব্যি ভালো আছে সবাই
পৃথিবী আলো করে।
আমি একা আঁধারে হাতড়ে ফিরি
তোমারি স্মৃতির জড়তা থেকে,
তোমাকে ভুলতে গিয়ে
গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হলাম।
তুমি থেকে গেছো সযতনে হৃদয়ে
হৃদয় মসজিদে রয়েছো চুপটি করে,
বাহ্যিক পৃথিবীতে অন্য সকল লোক আজ ব্যথাতুর
মন তাই বিকৃত-বিচ্ছিন্ন-খন্ডখন্ড।