ভালোবাসে বলেই প্রতারিত হয়
নিজেকে দিয়ে অন্যকে মাপা মানুষের সহজাত প্রবৃত্তি
বিপরীত দিকে থাকা মানুষটিকে
আর যাচাই করা হয় না।
আনমনে ভেবে নেয় মানুষ
নিজের মতই অন্যকেও,
অবশ্যই যে যেমন
তার ধারণা সবাই তেমন।
সে যাই হোক-
আত্মকেন্দ্রিক মানুষগুলোর অবাক কর ব্যবহার
মনে নানান প্রশ্ন জাগলেও অভিনয়ের মাধ্যমে নিজ দায়িত্বে
সে অন্যকে অন্ধ করে রাখে।
কখনো সামান্য খরচের মাধ্যমে
কখনও মিষ্টি কথার আশ্বাসে,
আর ভালো মনগুলো
হেরে যায় সে অভিনয়ের কাছে।
জীবন গতিময়, সীমাবদ্ধতার ধার সে ধারে না
তাই এক বুক কষ্ট নিয়ে, পথ চলতে শুরু করে
কিন্তু অতীতকে সে কখনো
ভোলেনা বা ভুলতে পারে না।
প্রকাশকালঃ
২০.১০.২০২০