ভালোবাসলেই, ভালোবাসা পাওয়া হয় না
তকদীরে থাকা চাই,
জীবনে অনেক কিছুর মধ্যে
এটাই ব্যতিক্রম ব্যাপার।
সহজ এই সত্যিটা বুঝতে তাই
সব থেকে বেশী হারাতে হয়,
জীবন যেখানে মুখ থুবড়ে পড়ে নিঃস্বাস সেখানেও
ভালোবাসা পাবার অপেক্ষা রাখে।
হায়রে প্রত্যাশা!
যা পাওয়া যায়না,
তাই না পেয়ে মন সর্বশান্ত হয়
হৃদয়ের যত আকুলতা।
ব্যথায় ভরে দু’বেলা,
কাওকে ভালোবাসি বলে
সেও কি ভালোবাসতে পারে?
আরে না, ভালো পড়া হলে
প্রথম বলাতে টিচার যেমন বুঝতে পারে।
তেমনি, যে ভালোবাসে
তাকে এত ভালোবাসা কি কখনো লাগে?
প্রয়োজনের তাগিদে সে মাত্র ভালোবাসি বলে,
এর চেয়ে বেশী নয়।
তবে অধিক ভালোবাসায়-
অমৃত নাই সে হয়ে ওঠে বিষ।